পাঁচ দিন মুলতবির পর আগামীকাল রোববার সকাল ১১টায় আবার বসছে সংসদের ১৬তম ও চলতি বছরের প্রথম অধিবেশন। এর আগে গত ১৬ জানুয়ারি এ অধিবেশন শুরু হয়।
এদিকে সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশন হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেন। ১৭ জানুয়ারি এ ভাষণ সম্পর্কে চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। এ প্রস্তাবটি সমর্থন করেন সরকারি দলের সদস্য সামসুল হক টুকু।
ওই দিন ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়। প্রথম দিন ২ জন প্রতিমন্ত্রীসহ বেশ কয়েকজন সংসদ সদস্য আলোচনায় অংশ নেন।
সেদিনের আলোচনা শেষে স্পিকার ২৩ জানুয়ারি রোববার সকাল ১১টা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন। মুলতবির পর কাল যথারীতি অধিবেশন আবার বসছে।
সূত্র : বাসস